পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৫৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নলডাঙ্গ রাজবংশ 8 وان অনুসন্ধান করিতে বলেন। • বনমধ্যে বিষ্ণুদাসের সঙ্গে উছাদের সাক্ষাৎ হয় ; তিনি নাকি মন্ত্রবলে নবাব-সৈন্তের যাবতীয় অভাব পূর্ণ করেন। তখন রাজকৰ্ম্মচারী সন্ন্যাসীর কার্যকলাপ দর্শনে ভক্তিযুক্ত হইয়া, তাহার স্থাপিত ৮কালী বিগ্রহের বৃত্তিস্বরূপ নিকটবৰ্ত্তী পাচখানি গ্রাম দান করিয়া যান। উহাই নলডাঙ্গ রাজ্যের ভিত্তি । বিষ্ণুদাসের এক পুত্র ছিল—শ্ৰীমন্ত। লোকে বলে এ পুত্র অকৃতদার সন্ন্যাসীর মানসলন্ধ সস্তান এবং দেবানুগহীত বলিয় তাহার উপাধি হয়— “দেবরায়।” শ্ৰীমস্তের বংশধরগণ সকলেই “দেবরায়” উপাধিধারী বটে, কিন্তু র্তাহার চরিত্রে বিশেষ দেবত্বের পরিচয় পাই না, কারণ তিনি সাধারণ বিষী লোকের মত পরের উপর অত্যাচার করিয়া সম্পত্তি বৃদ্ধি করেন। এজন্য বিষ্ণুদাস যে চিরকুমার ছিলেন, তাহা বিশ্বাস করি না। মনে হয়, সন্ন্যাসগ্রহণের পূৰ্ব্বে তাহার সংসার-ধৰ্ম্ম ছিল, পুত্র সন্তান ছিল। নবাবের কৰ্ম্মচারীর নিকট হইতে ভূসম্পত্তি পাষ্টয়া, তিনি র্তাহার পুত্ৰ শ্ৰীমন্তকে সংবাদ দিয়া আনিয়া সম্পত্তির রক্ষণাবেক্ষণে নিযুক্ত করেন । পুত্রও সে কার্যে দক্ষ এবং স্বয়ং বীরপুরুষ ছিলেন। তখন পাঠানশক্তি পরাজিত, কিন্তু মোগলরাজ্য প্রতিষ্ঠিত হয় নাই দেশময় সৰ্ব্বত্র অরাজকতা, “জোর যার, মুলুক তাব” ইঙ্গই তখনকার নীতি। এই সময়ে কোটচাদপুর ও উহার পার্শ্ববৰ্ত্তী স্থানসমূহ পাঠানজাতীয় ভূম্যধিকারীদিগের হস্তগত ছিল, তাহাদের বাসস্থান ছিল স্বরূপপুর গ্রামে। শ্ৰীমন্ত বাহুবলে তাহাদিগের কতককে নিহত করিয়া অন্ত সকলকে বিতাড়িত করিয়া তাহদের সম্পত্তি দখল করিয়া লন। । এই সময়ে পাঠানদিগকে উৎখাত করিতে পারিলেই মোগলেরা খুগ্ৰী হইতেন। তখন মানসিংহ বাঙ্গালার মুবাদার এবং রাজমহলে তাহার রাজধানী ছিল। শ্ৰীমন্ত মামুদসাহী পরগণার অধিকাংশ

  • ७३ श्वानांब निकिङ३ श्नूि, टtर ठिनि ८क, ठांशज गब्रिकछ भाeछ यांद्र ब। ७जन DDDDB BD DD BD DD DDDSBB BBBB BBmD TDD BS BDDC BDD মতে এই স্বৰাদ্ধার মানসিংহ। কিন্তু তিনি কেদাররায়ের পতনের পর, ৬-৩ পঃ ভিন্ন এ পথে বাইতে ছিলেন, এমন কোন প্রমাণ পাই ল ৷

f Ram Sankar Sen's Report on the Agricultural Statistics of Jessore 'Jhemidah and Magura sub-divisions), 1873 Appendix A, P. IV.