পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৫৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

§§8 যশোহর-খুলনার ইতিহাস দখল করিয়া সম্ভবতঃ রাজমহলে গিয়া মানসিংহের সঙ্গে সাক্ষাৎ করেন এবং র্তাহারই নিকট হইতে রণবীর খা” উপাধি পান। প্রতাপাদিত্ত্যের রাজ্য আক্রমণ করিবার সময় রণবীর ধ। কি ভাবে মানসিংহকে সৈন্ত দিয়া সাহায্য করেন, তাহ আমরা পূৰ্ব্বে বলিয়াছি। বর্তমান নলডাঙ্গার সন্নিকটে একটি স্থানকে কালিকাতলা বলে এবং ঐ স্থানে একটি পঞ্চমুণ্ডী আসন ও উহার পাশ্বে একটি দোহ আছে। ঐ স্থানে এক সন্ন্যাসী আসিয়া মাঝে মাঝে অধিষ্ঠান করিতেন, তাহার নাম ব্ৰহ্মাগুগিরি এবং তিনি রণবীরের দীক্ষাগুরু । কথিত আছে, ঐ স্থানের নিকটে কোন জলাশয় না থাকায় সন্ন্যাসী দীক্ষাকালে শিষ্যের স্নানার্থ মন্ত্রবলে ঐ দোহার সৃষ্টি করেন। ঐ দোহ এখনও খুব গভীর, উহার মধ্যস্থলে এখনও ৪• হাত জল থাকে। • রণবীরের জ্যেষ্ঠ পুত্র গোপীমোহনের পৌত্র চণ্ডীচরণ দেব রায় একজন বিশিষ্ট জ্ঞানী, চরিত্রবান এবং প্রতাপশালী পুরুষ ছিলেন। র্তাহার রীতিমত সৈন্ত সামন্ত ছিল। তিনি ফিরিঙ্গি পালোয়ান এবং গোলন্দাজদগকে নিজ সৈন্তভুক্ত করিয়াছিলেন । এই সময়ে ফিরিঙ্গির সন্দ্বীপ অঞ্চল হইতে তাড়িত হইয়া সমস্ত দেশীয় রাজদ্যের অর্থদাস হইয়াছিল। ১৬৪৩ খৃষ্টাব্দে নিকটবর্তী এক জমিদার রাজা কেদারেশ্বরের সহিত চণ্ডীচরণেব মনোবিবাদ হয় এবং তজ্জন্ত তিনি বেগবতী নদীতে এক শত যুদ্ধ-নৌক সজ্জিত করিয়া, উক্ত জমিদারের সঙ্গে যুদ্ধ করেন এবং তাহাকে পরাজিত, ধৃত ও নিহত করিয়া. তাহার বাটার গোপাল বিগ্রহ আনিয়া নলডাঙ্গায় প্রতিষ্ঠিত করেন। নলডাঙ্গায়ও বিষ্ণুদাসের সময় হইতে একটি গোপাল বিগ্রহ ছিল, সেটি ছোট বলিয়া তাহাকে “গালিম গোপাল” এবং নুতন আনীত বিগ্রহকে “বড় গোপাল" বলা হয়। চণ্ডীচরণ নিজ বাটীর পূৰ্ব্বধারে একটি সুন্দর জোড় বাঙ্গাল নিৰ্ম্মাণ করিয়া তন্মধ্যে উভয় গোপালকে প্রতিষ্ঠিত করেন। তিনি কেদারেশ্বরের জমিদারী দখল করিয়া লন এবং ক্রমে প্রায় সমগ্র মামুদশাহী পরগণার অধীশ্বর হন। তাহারই সময়

  • उक्रां७शिब्रि गtग्न बबभबाब्रठौब्ररुउँों काशिकागूब भt2 खषि♚ाब कtब्रन । (नशाrन उ९कईरू निष्करदो भूठिं यउिछेिड श्छ । ब्रगशैब्र भी थे। cनशेबूरुिंब जछ भक्षिब ७ त्रांबम নিৰ্মাণ করতঃ যথেষ্ট নেৰোত্তর দেন। कोणिकानूब जांअcयब्र कथा *tब्र बजिष्ठहि ।