পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৬৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

©Ꮂe যশোহর-খুলনার ইতিহাস মুৰুমুদাবাদের নাম পরিবর্তিত হইয় দেওয়ানের নামে মুর্শিদাবাদ হয় । প্রায় ৭• বৎসর কাল উহা বঙ্গের রাজধানী ছিল। ঢাকায় মুর্শিদকুলির জীবনাশঙ্কার বার্তা শুনিয়া বাদশাহ আজিম্‌ উধানের প্রতি অত্যন্ত রুষ্ট হন এবং তাহার রাজধানী বিহারে স্থানান্তরিত করিবার আজ্ঞা দেন। তদনুসারে তিনি কিছু কাল রাজমহলে বাস করিবার পর যখন দেখিলেন যে স্বাস্থ্যে আর কুলায় না, তখন পাটনায় আসিয়া রাজধানী. স্থাপন করিলেন এবং ঐ স্থানের নাম রাখিলেন আজিমাবাদ । ১৭•৭ খৃষ্টাব্দে দাক্ষিণাত্যে বাদশাহ আওরঙ্গজেব মৃত্যুমুখে পতিত হইলেন। সঙ্গে সঙ্গে দীর্ঘ রাজত্বের সকল কুটিল নীতি সমাধিস্থ হইল ; যে মোগল সাম্রাজ্যকে তিনি উন্নতির শীর্ষস্থানে তুলিয়াছিলেন, তাহ বালির বাধের মত ভাঙ্গিয়া পড়িতে লাগিল, তাহার চিরনিদ্রার সঙ্গে বিরাট সাম্রাজ্যের পতন আরব্ধ হইল। মোগল শক্তির প্রথম উন্মেষের যুগে যেমন যশোহর প্রদেশে প্রতাপাদিতোর উদ্ভব, সে শক্তির পতনের প্রাকৃকালেও তেমনি সেই প্রদেশে সীতারামের আবির্ভাব হইয়াছিল। বাদশাহের মৃত্যুর সঙ্গে সঙ্গে ভ্রাতৃঘাতী সমর চলিল, অবশেষে জ্যেষ্ঠ পুত্র বৃদ্ধ বাহাদুর শাহ সম্রাট হইলেন। তিনি আজিম উশ্বানের পিতা ; সুতরাং তাহার পাঁচবৎসরব্যাপী রাজত্বকালের মধ্যে আজিম উশ্বান পুৰ্ব্ববৎ বঙ্গ বিহার উড়িষ্যার শাসনকৰ্ত্ত রছিলেন। দক্ষতাগুণে মুর্শিদকুলি খারও পদগৌরবের ব্যতিক্রম হইল না, কারণ তিনি দেশ নিংড়াইয়া কর-সংগ্ৰহ করিতেন এবং যিনি যখন ভুজবলে দিল্লীর তব্রুে বসিতেন, তিনি বেওজর তাহারই নিকট বগুতা স্বীকার করিয়া রাজস্ব বা পেশক পাঠাইতেন। অর্থের মত মুনিবকে খুনী রাখার আর কিছুই নাই। ১৭১২ খৃষ্টাব্দে বাহাদুর শাহের মৃত্যুর পর আবার তাহার পুত্ৰগণের মধ্যে বিবাদ বাধিল, বহু রক্তপাতের পর আজিম্ উশ্বান নিহত হইলেন এবং তাহার জ্যেষ্ঠ ভ্রাতা জেহান্দর শাহ এক বৎসর মাত্র রাজত্ব করিলেন। আজিৰু উশ্বান বঙ্গ হইতে আসিবার সময় স্বীয় পুত্র ফরথ শিয়রকে প্রতিনিধি রাখিয়া আসেন ; জেহান্দরের হত্যার পর নানা চক্রাস্তের ফলে তিনিই আসিয়া দিল্লীশ্বর হইলেন। ফরখ, শিয়রের সঙ্গে কুলি খাঁর বিরোধ এবং এমন কি, যুদ্ধবিগ্রহ পর্য্যস্ত হইয়া গেলেও, সম্রাট হইবা মাত্র দেওয়ান তাহার নিকট বগুতার প্রমাণ দিলেন। সম্রাট ও ওঁহাকে বঙ্গবিহার উড়িষ্যার নাজিম নিযুক্ত