পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৭৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૧૭૨૭ যশোহর-খুলনার ইতিহাস উকীল মুনিরাম রায়—মুনিরাম কাৰ্যঘোষবংশীয় বঙ্গজ কায়স্থ। কান্তকুঞ্জ হইতে আগত মকরন ঘোষের পুত্র মুভাষিত বঙ্গজ সমাজের আদিপুরুষ। র্তাহার বৃদ্ধ প্রপৌত্র কার্ণঘোষ হইতে বঙ্গজ ঘোষগণের একটি পৃথক্ থাকৃ হইয়াছে। বসন্তরায় কর্তৃক যশোহর সমাজ প্রতিষ্ঠিত হইলে, কার্ণ-ঘোষবংশীয় কয়েকজন প্রসিদ্ধ কুলীন রাজবংশীয়দিগের সহিত সম্বন্ধস্থত্রে বা অন্ত প্রকার স্বচ্ছন্দ-জীৰিকার প্রলোভনে টাকী শ্ৰীপুরের নিকটবর্তী শিবহাটিতে বাস করেন এবং প্রচুর ভূমিত্তি পাইয়া “রায়” উপাধিধারী হন। এখনও সেখানে তদ্বংশীয়ের বাস করিতেছেন। রামভদ্ররায় ঐবংশীয় একজন বিশিষ্ট ব্যক্তি। র্তাহারই পুত্রের নাম মুনিরাম রায়। বংশধারা এইরূপ —* ১ মকরদ—২ মুভাষিত—৩ চতুভূঞ্জ-৪ গঙ্গাধর—৫ শুভ— ৬ কার্ণ ও কালশী ঘোষ। ৬ কার্ণ ঘোষ— ৭ পুপী --৮ বিভাকর৯ ভগীরথ–১• ঐকণ্ঠ–১১শুভঙ্কর—১২ত্রিবিক্রম—১৩ শ্রীকৃষ্ণ-১৪রামভদ্ররায় —১৫ মুনিরাম রায় প্রভৃতি। শিবহাটি নিবাসী মুনিরাম চাকরীর অনুসন্ধানে ঢাকায় যান এবং তথায় সীতারামের সহিত র্তাহার পরিচয় ও বন্ধুত্ব স্থাপিত হয়। তিনি নবাব সরকারে উকীল ছিলেন এবং সীতারাম জমিদার ও পরে রাজ হইলে, তিনি তাহার পক্ষীয় উকীলরূপে প্রথমে ঢাকায় ও পরে মুর্শিদাবাদে থাকিতেন। আইন বিষয়ে তীক্ষ প্রতিভা বোধ হয় কার্ণ্যঘোষ বংশের একটি বিশিষ্ট চিহ্ন। হাইকোর্টের জজ vচঙ্গমাধব ঘোষ এবং স্বনামধন্ত ব্যারিষ্টার ভ্রাতৃদ্বয় মনোমোহন ও লালমোহন ঘোষ এই বঙ্গজ কাৰ্যকুল পবিত্র করিয়া গিয়াছেন। মুনিরামও উকীলরূপে সমধিক বিখ্যাত ছিলেন। এমন কি, তাহার নামেই নবাব দরবারে সীতারামের পরিচয় হইত। “কোন সীতারাম” এই প্রশ্ন উঠিলে “যেস্ক উকীল মুনিরাম”—ইহাই উত্তর দেওয়া হইত। সীতারামের মত মুনিরামও নবাব সরকার হইতে জায়গীর পাইয়াছিলেন এবং তাঁহারই ৰলে তিনি মহম্মদপুরের নিকটবৰ্ত্ত ধূলজুড়ী গ্রামে বাস করেন । তথায় তিনি নিজ বাটতে শ্ৰীকৃষ্ণ-বিগ্রহের যে মন্দির নির্মাণ করেন, তাই এলেখ্রিত শ্লোকটি উৎকীর্ণ ছিল –

  • “वत्रीब्र नबांख,” २०> ७ २०* शृः