পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৮৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রামনগরের ঘোষ চৌধুরীবংশ ՊՓ) মারা যান ; অপর পাঁচ পুত্রের মধ্যে তাহার সমস্ত সম্পত্তি সমভাগে বিভক্ত হয় । চতুর্থ নৃসিংহদেবের একমাত্র পুত্র বলহরি ঘোষ চৌধুরী ক্ষমতাশালী জমিদার ছিলেন, তাহারই সময়ে বর্তমান রামনগরের সুন্দর অট্টালিক নিৰ্ম্মিত হয় । এখন তাছার দত্তক পুত্র গোপালহরি বাবু জীবিত আছেন। তিনিও বৎসরের অধিকাংশ সময়ে কলিকাতায় বাস করেন। ম্যালেরিয়া জর্জরিত রামনগরের রম্য হৰ্ম্ম্যাদি জঙ্গলাকীর্ণ হইয়া পড়িতেছে। রাধামোহনেয় সময় যে wরাধাগোবিন্দ বিগ্রন্থের প্রতিষ্ঠা হয়, রামনগরের বাড়ীতে উহার নিত্য ভোগরগি চলিতেছে। সম্পত্তির অধিকারী পাঁচ পুত্রের বংশধরদিগের মধ্যে গোপালহরি বাবু হোগল পরগণায় তাহার পৈতৃক ১/৪ গও ব্যতীত অন্ত সরিকদিগের একজনের জমিদারীর ২১৬ এবং অপর দুইজনের পত্তনী /১৭ – অংশ ভোগ করিতেছেন। অর্থাৎ তাহার অংশে মোট /১৭ – দাড়াইয়াছে। কনিষ্ঠ পুত্র রামকৃষ্ণের পুত্রবধু ব্ৰজভামিনী J৪ অংশ পৃথক্ আদায় করেন। অপর সরিকগণের v২॥= অংশ ঘাটভোগ নিবাসী বাবু শ্ৰীমন্ত চট্টোপাধ্যায় এবং ১৬ অংশ বাবু ত্ৰৈলোক্যনাথ চট্টোপাধ্যায় খরিদ করিয়াছেন । *. রামনগরের ঘোষ চৌধুরী বংশ– হরিপ্রসাদ ঘোষ ( জগদানন্দপুর ) কৃষ্ণদুলাল ঘোষ (রামনগর ) | | | রাধামোহন ঘোষ क्छ1=ब्रांछाद्यैकईब्रांब्र (ཀེད་མི་ ( টাচড়া ) গোবিন্দ মধুসূদন শ্রীরাম ཤཱ་ཀོ་ཤ༢ পুরুষোত্তম রামকৃষ্ণ সেবক l - দেবনারায়ণ | বলহরি হয়েঞ্জকৃষ্ণ (नद्धक ਾਂ ; (= ੀ ) | (मखक) i | | | | | विजङ्गब्रांम झ्टुबंब्रांभ छङ्गब्रांम রঘুত্তম রামোত্তম নরোত্তম (জগদানন্দপুর) । —— প্রভৃতি | | गङाब्रजन अछूठि শশিভূষণ त्रिब्रिजाछूद१ প্রভৃতি (ও; গোপালহরি )