পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৮৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭৩২ যশোহর-খুলনার ইতিহাস রেণীসাহেব—হোগলার চতুর্থাংশ ভূকৈলাসের রাজা, কালীশঙ্কর ঘোষাল খরিদ করেন। পূৰ্ব্বেই বলিয়াছি, বরিশালে গুরুধামে উহাদের কাছারী ছিল (৬৪২ পূ: ) । এই স্থানে এক সময়ে কামরুল সাহেব ( Mr. Camarul ) ম্যানেজার হইয় আসেন। তিনি পূৰ্ব্বে কলিকাতায় গবর্ণমেণ্ট আফিসে কেরাণী ছিলেন, তাহাকে সাধারণতঃ কামরুল কেরাণী বলা হয়। ইহার স্ত্রীর নাম মারগারেটু ও একমাত্র সন্তান, পরমাসুন্দরী কস্তার নাম বারবারা ( Miss Barbara) exià of 5 conso (William Henry Sneyd Rainey) নামক একজন সৈনিকের বিবাহ হয়। গুরুধামে আসিবার পর বিবি মারগারেটের সহিত প্রণয়সূত্রে রাজা কালীশঙ্কর নিজ সম্পত্তি হোগলা পরগণার। চারিআন অংশ উহাকে খোস কোবালায় লিখিয়া দেন। উত্তরাধিকার সুত্রে বারবার ঐ সম্পত্তি পান এবং রেণী তাহার ট্রাষ্ট হন। এই সময়ে রেণী লথপুর ও রামনগরের জমিদারগণের নিকট হইতে কয়েকটি পত্তনী বন্দোবস্ত করিয়া লইয়া তালিবপুরে আসিয়া বাস করেন এবং নীল ও চিনির ব্যবসায়ে নিযুক্ত হন। সে কথা পরে বলিব ; এখানে শুধু তাহার সম্পত্তির পরিণতির কথা লিখিতেছি। বিবি বারবারার গর্তে রেণী সাহেবের ৩টি পুত্র (John Rod, Henry James, s William Arthur Rainey ) R si Fsi (Ellen Margaret, Emilie Barbara, sqt. Isabella Matilda Rainey) হয়। ইহার মধ্যে মধ্যম পুত্র বা মেজ সাহেব হেনরী জেমস্ রেণী বিখ্যাত লেখক ও শিকারী ছিলেন। সুন্দৰবনের প্রকৃতি ও ভুবৃত্তান্ত র্তাহার জানা ছিল। এ দেশের ইতিহাস ও প্রত্নতত্ত্বে র্তাহার যে অধিকার ছিল, “কলিকাতা রিভিউ” প্রভৃতি বিখ্যাত পত্রের বহু গবেষণাপূর্ণ প্রবন্ধে তিনি তাহার পরিচয় দিয়াছেন। জ্যেষ্ঠ ভ্রাত জান চরিত্রবান লোক ছিলেন, পিতার মৃত্যুর পর তিনিই সম্পত্তির 2ষ্ট হন। তাছারই বিশেষ পরামর্শে এবং গরিব হইয়া যাইবার আশঙ্কায়, ভ্রাতা ভগিনীগণের মধ্যে কেহই বিবাহ করেন নাই। ১৮৮২অৰে জান ও হেনরী এই মঙ্গে প্রত্যেকে উইল করেন যে, একজন মারা গেলে অন্তে তাহার সম্পত্তি পাইবেন, উভয়ে মারা গেলে srf?xton ofs (Administrator General of Bengal ) হইতে দখল লইয়া অংশ উহাদের ভগিনীদিগকে দিয়া অবশিষ্ট हैअश्नं जनश्ङिकब to ww Calcutta District charity Society