পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৮৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সুলতানপুর খড়রিয়া পরগণা qత్రిత్ర নামক সমিতিকে দিবেন। সৰ্ব্বাগ্রে হেনী ও পরে এমিলি ও ইসাৰেল মারা গেলেন। শীঘ্র জ্যনও তাহাধের অনুবর্তন করিলেন। থাকিলেন মাত্র উইলিয়ম ও এলেন । জানের মৃত্যুর পর খুলনার জজ ও ম্যাজিষ্ট্রেট গবর্ণমেণ্টের পক্ষ হইতে সম্পত্তি গ্রহণ করিলেন । উইলিয়ম তখন অনন্তোপায় হইয়া মোকদ্দাম করিয়া দুই ভ্রাতা ভগিনীতে তুল্যাংশে সম্পত্তির ... অংশ পাইলেন, অবশিষ্ট । অংশ গবর্ণমেণ্টের হাতে গেল। মোকদ্দামাকালে উইলিয়ম গতস্থ হওয়ায় উভয়ের অংশ এলেন পাইলেন এবং তিনি উচ্ছ ৮০,০০০ টাকা মূল্যে এবং র্তাহার জীবদ্দশায় ২০০ টাকা মাসহাবা পাইবার সৰ্ত্তে নড়াইলের জমিদার রায় বাহাদুর কিরণচন্দ্র রায় এবং বাবু ভবেন্দ্রচন্দ্র রায়দিগকে বিক্রর করিয়াছেন । উক্ত বাবুরা গবর্ণমেণ্টের হস্তস্তস্ত অপরাংশও পরে ৭০,০০০ টাকা পণে খরিদ করিয়াছেন। এই উভয় পণসমষ্টি ১,৫০,০০০ টাকার স্বদ হইতে গবৰ্ণমেণ্ট এক্ষণে চেরিটি সোসাইটিকে সাহায্য করিতেছেন। রেণী সাহেবের যাহাই অকীৰ্ত্তি থাকুক, তাহার পুত্ৰকস্তাদিগের এই জন-হিতৈষণার সুকীৰ্ত্তি চিরকাল ঘোষিত হইবে। (২) সৰুলতানপুর খড়রিক্স পরগণ । এই পরগণ কিরূপে প্রতাপাদিত্যের সময় বৈদ্যবংশীয় জানকীবল্লভ মজুমদারকে প্রদত্ত হয় ও পরে তাহার অধস্তন ৭ম পুরুষ কৃষ্ণচন্দ্র রায় চৌধুরী প্রভৃতি জমিনারদিগের সময় বাকী খাজনার জন্ত ঐ পরগণা গলর্ণমেণ্ট কর্তৃক বাজেয়াপ্ত হইয়৷ কাশীনাথ দত্ত চৌধুরীর সহিত বন্দোবস্ত হয়, সে কথা আমরা পূৰ্ব্বে বলিয়াছি ( ৫৬৮ পৃ: )। এই কৃষ্ণচন্দ্র উত্তরাধিকারহুত্রে y• অংশী ছিলেন ; অপর lv• অংশী হরিপ্রসাদের পুত্রদ্বয়ের একজনের els অংশও কৃষ্ণচন্দ্রের অধিকৃত হয়। অপর পুত্র ভৈরবচন্দ্র অবশিষ্ট J• অংশীদার হন। ১৯৭৫ (১৭৬৮ খৃঃ) সালের ২৬শে অগ্রহায়ণ তারিখে কৃষ্ণচন্দ্র ও ভৈরবচন্দ্র রায় আপোষে এক একরার-নাম দ্বারা তেরআন ও তিন আন অংশ বাটোয়ার করিয়া লন। ঐ দলিলে নলধানিবাসী শিবরাম ভঞ্জ সাক্ষী ছিলেন। জমির অৰন্থ ভাল ছিল না, তাছাতে ছিয়াত্তরের মন্বন্তরের জম্ভ অজন্ম দোষে প্রজার খাজান আদায় না হওয়ায় জমিদারের রাজস্ব বাকী পড়ে।