পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/১৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহ্ ও লালন-গীতিকা কি দোষে ভাই গেলি তুই রে— আমাদের সব অনাথ করে দয়া-মায়া তোর শরীরে কিছুই নাই । শোকে তোর পিতা নল কেঁদে কেঁদে হল অন্ধ, আর সব নিরানন্দ ধেনু-গাই । পশু-পক্ষী নর আদি নিরানন্দ নিরবধি লালন শুনে ছিদাম উক্তি, বলে তাই । ১০১ চেন না যশোদে রাণী । গোপাল কি সামান্য ছেলে ধ্যানে ঘারে পায় না মুণি । একদিন চরণ থেমেছিল তাইতে মন্দাকিনী হ’ল পাপহরা সু-শীতল সে মধুর চরণ দুখানি ।