পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/১৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఏ$ লালন শাহু ও লালন-গীতিক বিরিঞ্চি-বঞ্চিত সে ধন মানুষ রূপে এই বৃন্দাবন জানে যত রসিক স্বজন সে কালার গুণ বাখানি । দেবের দুলভ গোপাল ব্ৰহ্ম। তার হরিল গোপাল লালন বলে, আবার গোপাল কীতি গোপাল করলে শুনি । ১a ২ দাড়া রে তোরে একবার দেখি ভাই । এতদিন তোরে খুজে পাই নি রে কানাই ষড়ৈশ্বর্য ত্যজ্য করে এলি রে ভাই নদে পুরে কি ভাবের ভাব তোর অন্তরে, আমায় সত্য বল রে ভাই । তোর শোকে যশোদা রাণী হয়ে আছে কাঙালিনী, ও সে হায় নীলমণি হায় নীলমণি বলে সদাই ছাড়ছে হাই । ১. *শরশয্যা ত্যজ্য করে এলি রে ভাই নদে পুরে’—আমার আদর্শ খাতার পাঠ ছিল । লালন-গীতিকা অবলম্বনে এটি সংশোধন করা হ’লো। বলা বাহুল্য, এটিও রবীন্দ্র-সদনে রক্ষিত খাতার পাঠ ( পৃঃ ২৪২) ।