পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/১৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহ ও লালন-গীতিকা দৃষ্ট করে দেখ তুমি তোমার ছিদাম নফর আমি লালন কেঁদে বলে, আমি ভাবের বলিহারি যাই । × ovბ কানাই, ব্রজের দশা দেখে যা রে । তোর মা যশোদা কিরূপ হালে আছে রে । শোকে তোর পিতা নন্দ কেঁদে কেঁদে হল অন্ধ, আরও গোপিনীগণ সব হয়ে ধন্দ রয়েছে রে । বাল-বৃদ্ধ-যুবা আদি নিরানন্দ নিরবধি তারা না দেখে চরণ-নিধি তোরে রে ।* পশু-পাখী উচাটন না শুনে তোর বঁাশীর গান লালন বলে, ছিদাম করে হেন বিনয় রে । SS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS তোর ওরে ( লা-গী, পৃঃ ২৪২ ) ՖԳ