পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/১৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহ্ ও লালন-গীতিকা কোন দিন পবন ছেড়ে যাবে এ দেহ শ্মশানে যাবে কোঠা-বালা ঘর কোথায় রবে কার, লোভ-লালসে কেবল দুকুল হারায় । কেউ রাজা কেউ বাদশা গিরি, ছাড়িয়ে কেউ হয় ফকীরী, আমি এ নিমাই কি ছার নিমাই কি ধন ছেড়ে বেহাল লয়েছি গায় । রও শচী মা গৃহে যেয়ে আমারে বিসর্জন দিয়ে এই বলে নিমাই ধরে মায়ের পায় লালন বলে, ধন্য ধন্য নিমাই । SGS কি কঠিন ভারতী না জানি । পরাইল কোন প্রাণে কপিনী । হেন ছেলে ফকীর হয় যার শত শত ধষ্ঠ সে মার, কেমন রয়েছে সে ঘর ছেড়ে সোনার গৌরমণি ।। পরের ছেলে দেখিয়ে এ হাল শোকানলে আমরা বেহাল, না জানি এ শোকের কি হাল জলছে উহার মা-জননী ।