পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/১৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহ ও লালন-গীতিকা তারে যে দিয়েছে এ কপিনী ডোর, তারে বিধি দেখাইত মোর, ঘুচাইত মনের ঘোর লালন বলে, কিছু বাণী । ゞ@R আজ আমার আস্তরে কি হল গো সই ৷ আজ ঘুমের ঘোরে চাদ গৌর হেরে আমি যেন আমি নাই । আজ আমার গেরিপদে মন হরিল, আর কিছু লাগে না ভাল, আমার সদাই মনের চিস্তা ঐ । আমার সর্বস্ব ধন চাদ গৌরাঙ্গ ধন সে ধন কিসে পাই গো তাই শুধাই । যদি মরি গৌর-বিচ্ছেদ বাণে গেীর নাম শুনাইও আমার কানে, সর্বাঙ্গে লেখো নামেই বই । ঐ বর দে গো সবে আমি জন্মে জন্মে যেন ঐ গোর-পদে দাসী হই ।