পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/১৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাস্তু ও লালন-গীতিক $89) কি ছার কুলের গৌরব করি অকুলের কুল গোঁর হরি, ভব তরঙ্গের তরী গৌর গেঁসাই । ছিলাম কুলের কুলবালা, কন্ধে নিলাম আঁচলা-ঝোলা, লালন বলে, গোর-বালা আর কারে ডরাই । Տ(ՆՀ কাজ কি আমার এ ছার কুলে । আমার গেীর চাদকে যদি মেলে । মন চোর পসরা গোঁর রায় অকুলের কুল জগতময় রে লোকাকুল আশায় সে কুল দোষায় বিপদ ঘটিবে তার কপালে । কুলে কালি দিয়ে ভজিব সাই অস্তিম কালে বাধব তাই, ভব বন্ধুজনে কি করে তখন, দীনবন্ধুর দয়া হইলে ।