পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/১৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*Sor লালন শাহু ও লালন-গীতিকা কুল গৌরবী লোক যারা, গুরু গৌরব কি জানে তার। যে ভাবের লাভ জানা যাবে সব লালন বলে, আখের হিসাব কালে । ১৬৩ কি বলিস গো তোরা আজ আমারে । চাদ গৌরাঙ্গ ভুজঙ্গ ফণী ংশিলে যার হৃদয়-মাঝারে । গৌরাঙ্গ রূপের কালে যারে দংশায় সে ধাইত কি বুঝে উজয় বিষ ক্ষণেক জল খানিক সাজায় ধন্বন্তরী ঔষধ যায় গো ফিরে । ভুলব না ভুলব না বলি, কটাক্ষেতে অমনি ভুলি, জ্ঞান পবন যায় সকলি ব্ৰহ্ম মন্ত্রে ঝাড়িলে না সারে । যদি মেলে রসিক সুজন রসিক জনার জুড়ায় জীবন বিনয় করে বলছে লালন, অরসিকের দুঃখ ধরে ।