পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/১৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S6* লালন শাহ ও লালন-গীতিক দেবের দেব শিব-ভোলা, তার গুরু ঐ চিকন কালী, তোর। বলিস চিরকাল তারি গো রাখাল কেমন রাখাল জানগা বেদ-পুরাণে । সাধে কি মজেছে রাধে, সে কালার প্রেম-ফঁাদে সে তোরা কি জানবি, লালন বলে, বল্পে কি মানবি শ্বামের গুণ রাই জানে । ১৬৮ ঐ গোরা কি শুধুই গোর। আছে রাধা-রূপে রসান করা ।। তামাতে সোনা হল করিলে চিনে নেওয়া কি কঠিন বলে ; এমনি রাধার অঙ্গ অঙ্গ পরশিলে তাইতে কাল রূপে গেীর রূপের পারা । আহা মরি মরি, এ কি রে ভাব অন্ত, অস্তরে কাল রূপ বাহিরে গৌরাঙ্গ ; গোরা পেয়েছিল ভাল ভাবিনীর সঙ্গ তাইতে রূপে রূপ ব্যেপে রেখেছে ধরা ।