পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/১৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাস্তু ও লালন-গীতিক গোরার ভাব বুঝিতে পারে কে এমন ছিল পুরুষ করল নারীর বেশ ধারণ, শুরু অনুসারে কহিছে লালন, আছে শতদলে ভাব নিহারা । ১৬৯ এ গোরা কি শুধুই গোরা, ওগো নাগরী । দেখ দেখ চেয়ে দেখ কেমন শ্রী । শ্বাম-অঙ্গ গৌরাঙ্গ মাখা নয়ন দু'টি বাকা বাকা, মনে যেন দিচ্ছে দেখা, ব্রজের হরি। না জানি কোন ভাব লয়ে এসেছে শু্যাম গেীর হয়ে, কয় দিন বা রাখবে ঢাকিয়ে নিজ মাধুরী ॥ যে হোক সে হোক না গোরা, করবে কুলের কুলসার, লালন বলে, দেখবে যারা সৌভাগ্য তারি ।