পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/২০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহ্ ও লালন-গীতিক Sá& ՏԳՏ গেীর-প্রেম অথাই, আমি বঁাপ দিয়েছি তায় । এখনও আমার প্রাণ বাচা ভার, করি কি উপায় । ইন্দ্রবারি শাসিত করে, উজান-ভ*াটা বইতে পারে, সে ভাব আমার নাই অন্তরে কৈট সাধি কথায় । একে সে প্রেম নদীর জলে, থাই মেলে না নোঙর ফেলে, বে-হ”শিয়ারে নাইতে গেলে কাম-কুমীরে খায় । গৌর-প্রেমের এমনি লেঠা আসতে কাটা যেতে কাটা, না বুঝে মুড়ালাম মাথা, অধীন লালন কয় । ১৭২ আগে কে জানে গো এমন হবে । গেীর-প্রেম করে আমার কুল-মান যাবে। ছিলাম কুলের কুলবালা প্রেম-ফাসের ফঁাসে বাধলো গলা, টানলে তো আর না যায় খোলা, বল্পে কে বোঝে ।