পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/২০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఏ43 লালন শাহ্ ও লালন-গীতিক। እsዓ © গোল কর না ও নাগরী, গোল কর না গো । দেখি দেখি ঠাউরে দেখি, কেমন গৌরাঙ্গ । সাধু কি ও যাদুকারী এসেছে এই নদে পুরী, খাটবে না হেথা ভারী ভুরি তাই কি ভেবেছ । বেদ-পুরাণে কয় সমাচার, কলিতে আর নাই- অবতার, তবে যে কয় সেই গিরিধর এসেছে দেখ । বেদে যা নাই তাই যদি হয়, পুথি পড়ে কেন মরতে যাই, লাঙ্গন বলে, ভজবো সবাই তবে ঐ গেীর পদ । ১. ‘লালন-গীতিকা’য় এখানে লেখা হ’য়েছে— “বেদ পুরাণে কয় সমাচার, কলিতে আর অবতার, তবে সে কয় সেই গিরিধর, এসেছে দেখো ।” মনে হয়, মাঝখানে ‘না’ শব্দটি ভুলে বাদ পড়েছে । অর্থাৎ “কলিতে আর ‘নাই’ অবতার ” ( পৃঃ ২১৩ )