পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/২১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহ ও লালন-গীতিকা ՏԵ 8 আর কি গোঁর আসবে ফিরে । মানুষ ভজে যে যা কর, গেীর গিয়েছে সে-রে । একবার এসে এই নদীয়ায়, মানুষ রূপে হয়ে উদয়, প্রেম বিলালে যথা তথায় গেলেন প্রভু নিজ পুরে । চার যুগের ভজন আদি, বেদেতে রাখিয়ে বিধি বেদেতে নিগুঢ় রসপন্থী সঁপে গেলেন শ্রীরূপে রে । আর কি আসিবে অদ্বৈত গোসাই, আনিবে গোঁর এই নদীয়ায় লালন বলে, ও দয়াময় কে জানিবে এ সংসারে । Strά দয়াল নিতাই কার ফেলে যাবে না । চরণ ছেড়ো না রে ছেড়ো না । ১৬৫