পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/২১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$US লালন শাহ্ ও লালন-গীতিক। দৃঢ় বিশ্বাস করিয়ে মন ধর নিতাই চাদের চরণ এবার পার হবি, পার হবি তুফান অ-পারে কেউ থাকবে না । হরি নামের তরী লয়ে ফিরছে নিতাই নেয়ে হয়ে এমন দয়াল চাদকে পেয়ে শরণ কেন নিলে না । কলির জীবকে হয়ে সদয় পারে যেতে ডাকছে নিতাই, অধীন লালন বলে, মন চল যাই এমন দয়াল মিলবে না । ゞbr" ধন্য রে রূপ সনাতন জগত মাঝে । উজিরানা ত্যজিয়ে সে না কপিনি সার করেছে । শাল-দোশালা ত্যজিয়ে সনাতন সে কপিনী কঁাথা করিল ধারণ, অল্প বিনে শাক-শুখানে ও সে জীবন রক্ষা করিয়েছে । ১. 'করি এখন’ ( বা-বা-বা-গা, পৃঃ ২৪ )