পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/২২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লেলিনশাস্তু ও লালন-গীতিক "د ماك বলে সপ্ত পাম্বির মত সপ্তরূপ ব্যষ্টিত রসিকের মন নয় তাতে রত, রসিকের মন রসেতে মগন রূপ-রস জানিয়ে খেলছে তারা । হ’লে পঞ্চতত্ত্ব জ্ঞানী পঞ্চরূপ বাখানি, রসিক হ’লে সেও তো—লীলা রূপ গুণী, বেদ-বিধিতে যার লীলার নাই প্রচার নিগুম শহরে সাইজি মেরা । যে জন ব্রহ্মজ্ঞানী হয় সেও তো কথায় কয় না জেনে নাম রম সার করে হৃদয় । রসিক স্বরূপ রূপ-দপণে রূপ দেখে নয়নে লালন বলে, রসিক দীপ্তকারা । १०३ fক রূপ সাধনের বলে অধর ধরা যায়। নিগুঢ় সন্ধানজেনে-শুনে সাধন করতে হয় ।