পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/২৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহ ও লালন-গীতিক। ভুলব ২২৯ না, ভুলব না ; বলি, কাজের বেলায় ঠিক থাকে না । ১. সন্তোষপুরী, ১8= আমি বলি ভুলব না রে স্বভাবে ছাড়ে না মোরে ; কটাক্ষে মন পাগল করে, দিব্য জ্ঞানে দিয়ে হান । ংগ গুণে রংগ ধরে ; জানলাম কার্য-অনুসারে কুসংগে সম্বন্ধ জুড়ে, সুমতি মোর গেল ছেড়ে । খাবি খেলাম ‘আপায় পড়ে ; এ লজ্জা ধুলেও তো যায় না। যে চোরের দায়ে দেশাস্তরী, সে চোর দেখি সংগ ধরি, মদন রাজার ডংকা ভারি । কাম জালা দেয় অস্তঃপুরি’ ভুলে যায় মোর মন-কাণ্ডারী কি করিবে গুনারী জনাই । ২. গুনরি জোনা, (লা-গী, পৃঃ ২৯১-৯২ )