পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/২৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২১৩ লালন শাস্তু ও লালন-গীতিক। রংগে মেতে সংগ সাজিয়ে বসে আছি মগ্ন হয়ে ; সুসঙ্গের সংগ করে জানতাম যদি সুসংগেরে । লালন বলে, তবে কি রে ছেচোড়ে মারে মালখানা ৷ ૨૭ ૭ রাত পোহালে পাখীটি বলে, দে-রে খাই । তখন গুরুর কার্য মাথায় খুয়ে কি করি রে ‘কম নি' যাই । এমন পার্থী কে পোষে খেতে চায় সাগর চুষে, আমি কেমনে জোগাই । পাখী পেট ভরিলে হয় আনন্দ, কি করবে গুরু-গোসাই সদায় বলি, আত্মারাম, নাও রে মুখে অল্পার নাম, আমি যাতে মুক্তি পাই । তবু সেতো হয় না রতো, খাব খাব রব সদাই । ১. হুসাকারে ( লা-গী, পৃঃ ২৯১-৯২ )