পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/২৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২১২ লালন শাহ ও লালনগীতিক। ২৩১ এখন আর র্কাদলে কি হবে । কৃতকর্মের লেখা-পড়া আর কি সারিবেই । খালি তুষে পাড় যদি দেয়, তাতে কি আর চা’ল বাহির হয়৩, মন হ’ল সেই তুষেরি দ্যায়, বস্তুহীন ভবে ।P হাওয়ায় ওড়ে কপূর যেমন,° গোল মরিচ মিশায় তাহার কারণ, মন হ’তো গোল মরিচ তেমন, ( উড়ে ) বস্তু কেন যাবে। হাওয়ার চি“ড়ে কথার দধি, ফলার দিচ্ছে নিরবধি যেমন কর্ম তেমনি প্রাপ্তি ফকীর লালন কয় ভেবে । লালন-গীতিকার পাঠ— ১. ভাবলে, ২. ফিরিবে, ৩. দানাদার হয়, ৪. কপূর উড়ে যায় সে যেমন, ৫. “কথার চিড়ে হাওয়ার দধি ফলার দিলে নিরবধি লালন বলে, অমনি প্রাপ্তি কেন না হবে । ( লা-গী, পৃঃ ৩০৫ ) ‘বাংলার বাউল ও বাউল গানে'ও—“ভাবলে’, ‘ফিরিবে’, আছে । তবে দ্বিতীয় চরণে লেখা-পড়ার স্থানে ‘লেখাজোখা’ এবং পরে "বস্তু কেন যাবে’ এর বদলে "বস্তু যায় কবে? দেওয়া হ’য়েছে । শেষ চরণের ভণিতায় আছে । “হাওয়ার চিড়ে কথার দধি,— ফলার হচ্ছে নিরবধি, লালন বলে, তেমনি প্রাপ্তি কেন না হবে । ( পৃঃ ৮৭ )