পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/২৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহু ও লালন-গীতিকা ২১৩ ২৩২ মন আমার কি ছার গৌরব করছ ভবে । দেখ না রে সব হাওয়ার খেলা— বন্ধ হতে দেরী কবে । থাকতে হাওয়া হাওয়া খান,— মওলা বলে ডাক রসনা, মহাকাল বসে শিরানায় > কখন যেন কি ঘটাবে। বন্ধ হ’লে এই হাওয়াটি, মাটির দেহ হবে মাটি, জেনে-শুনে হওগে খাটি, কে তোরে কতই বুঝাবে। ভবে আসার আগে তখন বলেছিলে করবো সাধন, লালন সে কথা এখন ভুলেছ এই ভবের লোভে । ১ মহাকাল বসেছে রানায় কখন জানি কু ঘটাবে । ( বা-বাeবা-গা, পৃঃ ৩৭-৩৮) ২. লালন বলে, ( বা-বা-বা-গা, পৃঃ ৩৭-৩৮) লালন-গীতিকার পাঠও বাংলার বাউল গানেরই মত, তবে ভণিতার চরণটিতে ‘আসার আগে স্থানে ‘আসার আগ্রে’ আছে । অর্থ সংকেত—“বলেছিলে করব সাধন”—দ্রষ্টব্য ঃ বর্তমান গ্রন্থ, পৃঃ ৪৪০ ফুটনোট ও সংযোজন অংশ।