পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/২৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাস্তু ও লালন-গীতিক। ২১৯ ২৩৯ খুলবে কেনে সে ধন মালের গ্রাহক বিনে । কত মুক্ত-মণি, রেখেছে ধনী, এ দোকানে বোঝাই করে। সাধু সওদাগর’ যারা, মালের মূল্য জানে তারা তারা মূল্য দিয়ে ধন কেনে অমূল্য রতন,* (সে ধন) জেনে-শূনে তারাই কেনে। ১. মহাজন २. “भृशा निझ जन অমূল্য রতন, সে ধন জেনে শুনে তারাই কেনে । মাকাল ফলের বরণ দেখে যেমন ডালে বসে নাচে কাকে, তেমনি আমার মন চটকে বিমন। (মন তুই দিন ফুরালি দিনে দিনে। ইত্যাদি". (বা-বা-বা-গা, পৃঃ ৪e )