পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/২৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

३३ e লালন শাহ্ ও লালন-গীতিক মাকাল ফলের রূপ দেখে* কাগা যেমন বেড়ায় নেচে তেমনি আমার মন চটকে বিমন ৷ (মন তুই) দিন ফুরালি দিনে দিনে । হায় মন, তোমার গুণ গেলে জানা, পিতল কিনে বলে সোনা, অধীন লালন বলে, মন, চিনলি নে সে ধন, ও তুই কুল হারা’লি দিনে দিনেও । Հ8e হীরা-লাল মতির দোকানে গেলে না । সদায় কিনে আন পিতল দান । ১ মূল আদর্শ খাতার ভণিতাটি ছিল নিম্নরূপ— “মাকাল ফলের রূপ দেখে কাগা যেমন বেড়ায় নেচে, ওমনি সিরাজ সাই এর বচন ভেবে কয় লালল ও তুই কুল হারালি দিনে দিনে ৷” এই পাঠ বাংলার বাউল গান অবলম্বনে সংশোধন করা হয়েছে।