পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/২৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাঙ্ক ও লালন-গীতিক। বিদেশীর সংগে ভাব দিলে, ভাবের ভাবে কভু না মেলে অধীন লালন বলে, ঠুকলে মাথা শেষে র্কাদলে সারবে না । ՀԳԾ জীব মরে জীব যায় কোনখানে । ঈশ্বরের ঘর-বাড়ি যদি হতে এ অসার ভুবনে । রাম-নারায়ণ-গৌর-হরি; ঈশ্বর যদি গণ্য করি, তারা যদি হয় গর্ভধারী তবে জীবের ভার আর দেয় কারে । যারে-তারে ঈশ্বর বলা বুদ্ধি নাই তার অর্ধ তোলা, ঈশ্বরের কি যম-জ্বালা হতো এ-ভব নগরে । জগতের মূলাধার সাই, জন্ম-মৃত্যু তার কভু নাই, সিরাজ সাই কয় লালন এবার বোঝ জ্ঞান-দ্বারে । ১. সংসারে