পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/২৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহু ও লালন-গীতিৰণ ኟፃ8 ম’লে ঈশ্বর-প্রাপ্ত হ’লো কেনো বলে । সেই যে কথার পাই না বিচার কারো কাছে শুধালে । ম’লে হয় ঈশ্বর-প্রাপ্ত, সাধু অ-সাধু সমস্ত, তবে কেনো তপ-জপ এতো, করে রে জলে-স্থলে । যে পঞ্চে পঞ্চভূত হয়, ম’লে তা যদি তাতে মিশায়, ঈশ্বর-অংশ ঈশ্বরে যায়, স্বৰ্গ-নরক কার মেলে । জীবের এই শরীরে, ঈশ্বর-অংশ বলি কারে, লাঙ্গল বলে, চিনলে তারে মরার ফল তা যায় ফলে । ኟዓ® লাগলো ধুম প্রেমের থানাতে মন-চোরা পড়েছে ধরা কালা রসিকের হাতে ।