পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/২৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহ্ ও লালন-গীতিক বৃন্দাবনে রসে রে খেলা, তা জানে রাজুবালা, তার সন্ধান কি পাবি তোরা চাদ ধরিতে । ভক্তিরাম জমাদারের হাতে, দুই দিনকার চাদ জিম্বা আছে, তিন দিনের দিন চালান করে । চলে আট কৌশলেতে । চোর আছে অটলের ঘরে, কার সন্ধান কে চিনে ধরে, লাজলল কয়, সাধনের জোরে, পাবি অধর চাদ হাতে । ኟዓV প্রেম জান না- প্রেমের হাটে বোলবোলা । কথায় কারো ব্রহ্মা-আলাপ, মনে মনে মন-কলা । বেশ করে বৈষ্ণবগিরি, রস নাই তার জেষ্ঠিত ভারি, হরি নামে ঢু ঢু তারি, তিনগাছি জপের মালা । ১. প্রেম জাননা” ( লা-গী, পুঃ ১১৭ ) "প্রেম না জেনে’ ( বা-বা-বা-গা, পৃঃ ১০৪) ‘মনে গলদ ষোল কলা’ ( বা-বা-বা-গা, ও লা-নী ) গুমর ভাবি ( বা-বা-বা-গা ও লা-গী । ৪. তিলক নেয় আর জপের মালা’ ( বা-বাব+গা, পৃঃ ২-৪ )

MOO