পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৩৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহু ও লালন-গীতিক। OaS আদমেরে পয়দা করে, খোদ মুরাতে পরওয়ার । স্বরাত বিনে পয়দ কিসে হইল সে হঠাৎকার । নূরের মানে হয় কোরানে, কি বস্তু সে নুর তাহার। নিরাকারে কি প্রকারে নূর চুয়ায়ে হয় সংসার। আহামদি রূপে আহাদি দুনিয়ায় দিয়েছে বার। লালন বলে, শুনে-দেখে সেও তো বিষম ঘোর মালা র । ( লা-গী, ২৮১ সংখ্যক গান, পৃঃ ১৯১ ) ৩২৯ সে কালার প্রেম করা কথার কথা নয় । ভাল হইল ভালই, ভাল নইলে ল্যাঠা হয় । সামান্তে কি এই জগতে পারে কি কেউ প্রেম মজিতে প্রেমী নাম পাড়ায়ে মিছে দুকুল হারায় । এক প্রেমের ভাব অশেষ প্রকার প্রাপ্তি হয় সে ভাব অনুসার ভাব জেনে ভাব না দিলে তার প্রেমে কি ফল পায় । গোপী যেমন প্রেম-আচরী যাতে রাধা বংশীধারী, লালন বলে, সে প্রেমেরি ধস্থ্য জগৎমর । ( লা-গী, ৩৬০ সংখ্যক গান, পৃঃ ২৪৮ )