পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৩৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

●●३ লালন শাহ্ ও লালন-গীতিকা OGo সে ভাব সবাই কি জানে । যে ভাবে শ্যাম আছে বাধা গোপীর সনে । গোপী বিনে জানে কেবা শুদ্ধ রস অম্বত সেবা গোপীর পাপ-পুণ্যের জ্ঞান থাকে না কৃষ্ণ দরশনে । গোপী-অনুগত যার রজের সে ভাব জানে তারা নিঃহেতু ভাব অধর ধরা গোপীর মনে । টলে জীব অটলে ঈশ্বর তাইতে কি হয় রসিক নাগর লালন বলে, রসিক বিভোর রস ভিয়ানে । ( লা-গী, ৩৬২ সংখ্যক গান, পৃঃ ২৪৮ ) ৩৩১ সোনার মান গেল রে ভাই বেঙ্গ এক পিতলের কাছে । শাল শাল পেটুকের ফের কোটার বানাত দেশ জুড়েছে ।