পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহ ও লালন-গীতিকা আলিফ লাম মিমেতে ১ । কোরান তামাম শোধ লিখেছে । আলিফ আল্লাজি মিম মানে নবী লামের হয় দুই মানে ও তার এক মানে হয় শরায় প্রচার আর মানে মারেফতে । দরমিয়ানে লাম আছে ডানে-বাম আলেফ মিম দুইজনে যেমন গাছ বীজ অংকুর ঐ মত ঘুর না পারি বুঝিতে । ইশারায় লেখন কোরানের মানে, হিসাব কর দেহেতে, তবে পাবি লালন, তার অন্বেষণ ঘরিস নে ঘর পথেই । ১. “আলেফ নামে মিমেতে । কোরান তামাম শোধ লিখেছে । আলেফ আল্লাজী মিম মানে নবী নামের হয় দুই মানে ও তার এক মানে হয় শরায় প্রচার****** ওরে পাবি লালন সব অন্বেষণ মুরিস নে যুর পথে।” ( লা-গী, পুঃ ১৮৯ ) ২ ঘুরপাকে ।