পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহ্ ও লালন-গীতিকা ૨ আছে আলিফ লাম মিম আহাদ নুরী । তিন হরফের মর্ম ভারী । আলিফে হয় আল্ল হাদী । মিমে নূর মুহম্মদী। লামের মানে কেউ করলে না । নুক্ত বুঝি হল চুরি । নব্বই হাজার কলম জারী। নবীর সংগে করলেন বারী ।। তিরিশ হাজার শরীয়ত জারী । যাট হাজার বুঝাইতে নারি । সিরাজ সাই বলে রে লালন । নুক্তার আগে কর নিরূপণ । নুক্তা নিরিখ ঠিক হবে যখন । থাকবে না তো কোট-কাছারী । ල বিচার না জানিলে কেমনে কোরান বুঝবে । দেহের মাঝে আছে হরফ কয়জন তা দেখবে । ১. নুজ্ঞা = বিল ( dot ) .