পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহ্ ও লালন-গীতিক 6. আগে শরীয়ত জানে বুদ্ধি শান্ত করে। রোজা আর নমাজ শরীয়তের কাজ, আসল শরীয়ত বলছ কারে । কলমা আর নামাজ, রোজা, হজ্জ, জাকত • এই পড়িয়ে আদায় কর শরীয়ত, আমি ভাবে বুঝতে পাই, এ সব আসল শরীয়ত নয়, শরীয়তের পরম অর্থ থাকতে পারে " বে-এলেম বে-মুরীদ জনা, শরীয়তের আঁৎ চেনে না, ৩ শুধু মুখে তোড় ধরে চিন তো যদি আঁৎ অদেখা নিয়াৎ বান তে না কখনো, বরজোখ ছেড়ে । ১ (ক) নামাজ রোজা কলমা জাকাত তাই করিলে কয় শরীয়ত’ ( আদর্শ খাত) (খ) “নামাজ রোজা কলম জাকাত তাও করিলে কয় শরীয়ত” ( লা-গী, পৃঃ ১৪৩ ) ২. (ক) "ভাবে বোঝা যায় কলমী শরিয়ত নয়, শরীয়ত অার পরম থাকতে পারে।” *鯊 (খ) আরও কিছু অর্থ থাকতে পারে (ভা-স, পৃঃ ১৭৩) ৩. ."বেইমান বেলারে জনা, শরীয়ত্বের আয়েৎ চেনে না (লা-গী ) "আক চেনে না" ( ভা-স )