পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহু ও লালন-গীতিক শরীয়তের গন্ত ভারি, • যে যা করে সেই ফল তারি হবে আখেরে লালন বলে মোর, বুদ্ধিহীন অস্তর আমি মারি মূলে, লাগে ডালের পরেই । vყ তরীকতে দাখিল না হলে । শরীয়ত হবে না সিদ্ধি, পড়বি গোলমালে । শরার নামাজের বিচ আরকান আহি কাম তেরো চিজ, তরীকতের আরকান আহি কাম কয় চিজ বলে । সালেক মজদুবী হয়, হকীকতের পরিচয়, মা'রেফতে সিদ্ধির মোকাম দেখনা রে খুলে । ১. গান্ত ভারি (লী-গী ) ; গম ভারি’ (ভা স ) । ২. গানটি আগাগোড়া ভাব-সঙ্গীত' ( পৃঃ ১৭৩) অবলম্বনে সংশোধন করা হ'লে । সামান্য যা ব্যতিক্রম রইলো ত অক্সান্ত গ্রন্থের ব্যতিক্রমের সঙ্গে উল্লেখ করা গেল ।