পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহ ও লালন-গীতিকা ঠিক আছে যার মন । ও রে নিরিখ ঠিক হলে পরে ওয়াক্ত নকল লাগবে না । নুক্তার জন্ম হয় কিসে একটা মানুষের কাছে জের জবর পেশ । তশদিদ দিয়া কোরান লেখেছে । নবীজী করেছে মানে, মোল্লারা পেলো না । আল্লা বলে হাম নবী, তোমারি এই কাম দশটি হরফ হাতে রেখে । ভেজেছে কোরান দশ হরফের না মানে করলে লালন বলে ফকির না । ১৭ ঠিক মুছুল্লি কে সংসারে গর মুছুল্লি বল কারে । শুনব সাইয়ের নিগৃঢ় কথা আশা-তছবির জন্ম কোথা কোথায় পেলি গলারি খিল্‌কা । তাজ মাথায় পরায় কে রে ॥