পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহ্ ও লালন-গীতিকা একটি মরার পঁাচটি কাল্লা কোন কাল্লাতে বলছে আল্লা কোন কাল্লাতে আল্লার নাম জপলে সদাই রে । তহবন পরে হয়েছে খাটী উপরে কোপনি নীচেয় নেংটী লালন বলে, সে সব কষ্টী খাটবে না আর সভার পরে ।১ ՏԵ মি'রাজের কথা শুধাব কারে । আদম ‘তন’ আর নিরাকারে মিলল কেমন করে ॥২ নবী কি ছাড়িল আদম তন, কিবা আদম রূপ হইল নিরঞ্জন, কে বলিবে সে আন্বেষণ এই অধীনেরে । ১. এ হিয়ালীর অর্থ বুঝতে পারা গেল না । ২. ‘আদম তন আর নিরূপ খোদ নিরাকারে মিললো কি করে ।” ( লা-গী, পৃঃ ১৬৩) ఏషి