পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহ্ ও লালন-গীতিক も。 S. ইবরাহিম খলীলুল্লাহ ছিলো তিনার মহাভক্তি বলো । ইসমাইলকে কোরবানী দিল মওলার মন পাবার আশে । ইসমাইল মেছমানী হলো মওলা তথায় গিয়াছিল । পীর পয়গম্বর নাহি হলো গেল ফকীরের ছলে । মওলার নামে ছাড়ে জিকীর । মওলা তারে বলে ফকীর ও তার হৃদয় মাঝে সদাই হাধির লালন ফকীর তাই বলে । ፎ)br দেখবি যদি রূপ চেহারা । তবে মন-মানুষ পড়িবে ধরা । তোমার মরার অাগে মরতে হবে তবে মন-মানুষের সন্ধান পাবে। যোগে জাগে অনুরাগে আয়নাতে মিশাওগা পারা ।। ‘কুরবাণী’ না মেজবাণী’