পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Οιy লালন শাহ্ ও লালন-গীfতক: তারেতে তার মিশাইলে দেখবি সাধের মানুষ-লীলে ॥১ একজন ছেলে বসে আছে শুন্যের উপর আসন করা । লালন বলে দেখবি ভাল চার রংয়ের করেছে আলো । আর এক রং গোপনে রইল ও তার চতুদিকে লাল জহর । 9న প্রেমের রাজ্যে কত সুখ যে তাহ বলা যায় ন! । যে এসেছে সেই মজেছে, অন্য রাজ্যে যেতে চায় ন । অন্য রাজ্য বিনের তরে, কেঁদে মরে হায় হায় করে, আমার দেন কেউ চাহে না, নিজে গো শোধেন দেন । মহামারী এলে দেশে, লোকে মরে মহাত্রাসে । আমি কিন্তু হেসে হেসে, করি কেবল নাম সাধন ।