পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাঙ্ক ও লালন-গীতিক। లిసి কি খাবো কি পরবো বলে, মহা ব্যস্ত আর সকলে, আমি এই প্রেম-রাজ্যে এসে, তেমন ভাবনা আর ভাবি না । সমন বাড়ীর খেয়া নায়ে, চড়তে লোকে মরে ভয়ে, সিরাজ কিন্তু স্বয়ং এসে, লালনের করে ঠিকানা । 8o খোদার বালা নবীর উন্মত হয় যাতে নবীর তরীক নেয় উন্মত, জাহেরায়পুর্শিদাতে । ফর্ম বরদার বান্দ জাহেরায়, খোদার হুকুম ফরজ আদায়, দেখ পঞ্চ বেনাতে, ঐ যে তলবের দুনিয়া তলবিয়াগ রয়, দুই তলব তাইতে । বান্দার মর্ম পুশিদাতে রয় “বান্দার দিল খোদার আরশ হয়? দেখ ‘কালামুল্লাহু’তে । ঐ যে আরশ ছেড়ে খোদা তিলার্ধ নয় ‘তালেল মওলা’ কয় তাইতে ।