পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/৩৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

विडैौश्च तूंश्च দয়ালের বহিৰ্ব্বাটী [ মাঙ্গলিক সজায় নানাভাবে সাজানো । নানা লোকের যাতায়াত, কলরব ইত্যাদির মাঝখানে পালকি-বাহকদের শব্দ শোনা গেল এবং ক্ষণেক পরে বিজয়া প্রবেশ করিল । তাহার পিছনে পরেশ, কালীপদ ও পরেশের মা। দয়াল কোথা হইতে ছুটিয়া আসলেন । দয়াল । ( মহা-উল্লাসে ) এই যে মা আমার এসেছেন । বিজয় । ( হাসিমুখে ) বেশ আপনার ব্যবস্থা ! পালকি পাঠাতে এত দেরি করলেন, আমরা সবাই ক্ষিধেয় মরি । এই বুঝি মধ্যাহ্ন-নেমস্তন্ন ? দয়াল। আজ তো তোমার খেতে নেই মা, কষ্ট একটু হবে বই কি । ভট্চাযিামশায়ের শাসন আজ না মানলেই নয়। নরেন তো না খেতে পেয়ে একেবারে নিজীব হয়ে পড়ে আছে! কিরে পরেশ, তুই কি বলিস ? একজন লোক ব্যস্তভাবে প্রবেশ করিল, তাহার হাতে চেলির জোড় প্রভৃতি মোড়কে বাধা ] লোক। (দয়ালের প্রতি ) দানসামগ্রী এসে পৌঁছেছে, আমি সাজাতে বলে দিলুম। বর-কন্যার চেলীর জোড় এই এল-নাপিতকে কোচাতে দিই। দয়াল। ই দাও গে । ক’টা বাজল, সন্ধ্যার পরেই তো লগ্ন—আর বেশী দেরি নেই বোধ করি । ( বিজয়ার প্রতি ) ভাগ্যক্রমে দিনক্ষণ সমস্ত পাওয়া গেছে, – না পেলেও আজই বিবাহ দিতে হ’তো, কিছুতে অন্যথা করা যেত না—তা যাক, সমস্তই ঠিকঠাক মিলে গেছে, তাইতো ভট্চাযিামশাই হেসে বলেছিলেন, এ যেন বিজয়ার জন্যেই পাজিতে আজকের দিনটি স্বষ্টি হয়েছিল। তোমার যে আজ বিবাহ মা । বিজয় । আজ আমার বিবাহ ? দয়াল। তাইতো আজ আমাদের আনন্দ-আয়োজন, মহোৎসবের ঘট । বিজয় (করুণকণ্ঠে ) আপনি কি আমার হিন্দুবিবাহ দেবেন ? দয়াল। হিন্দুবিবাহ কি বিবাহ নয় মা ? কিন্তু সাম্প্রদায়িক মতবাদ মানুষকে এমনি বোকা করে আনে যে, কাল সমস্ত বিকেলটা ভেবে ভেবেও এই তুচ্ছ কথাটার কুল-কিনারা খুঁজে পাইনি। কিন্তু নলিনী আমাকে এক মুহূর্তে বুঝিয়ে দিলে। বললে, তার বাবা তাকে র্যার হাতে দিয়ে গেছেন তোমরা তার হাতেই তাকে இழ: