পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/৩৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিজয়। দাও । নইলে ছল করে যদি অপাত্রে দান করে, তোমাদের অধৰ্ম্মের সীমা থাকবে না। অার মনের মিলনই তো সত্যিকার বিবাহ, নইলে বিয়ের মন্ত্র বাঙলা হবে কি সংস্কৃত হবে, ভট্চাযিামশাই পড়াবেন কি আচার্ষ্যশাই পড়াবেন তাতে কি আসেযায় মামা ? এত বড় জটিল সমস্যাটা যেন একেবারে জল হয়ে গেল বিজয়া, মনে মনে বললুম, ভগবান ! তোমার তো কিছু অগোচর নেই, এদের বিবাহ আমি যে-কোন মতে দিই না তোমার কাছে অপরাধী হব না আমি নিশ্চয় জানি । জনৈক ভদ্রলোক। নিশ্চয় নিশ্চয় । অতি সত্য কথা । [ ক্ষণকাল মৌন থাকিয় ] দয়াল । তুমি জানো না মা, নরেন তোমাকে কত ভালোবাসে। তবু সে এমন ছেলে যে তোমার মাথায় অসত্যের বোঝা তুলে দিয়ে তোমাকে ও গ্রহণ করতে রাজী হ’তে না । একবার আগাগোড়া তার কাজগুলা মনে করে দেখ দিকি বিজয় । [ বিজয় নিঃশব্দে নতমুখে স্থিরভাবে দাড়াইয়া রহিল। নলিনী ছুটিয়া আসিয়া তাহার হাত ধরিল । ] নলিনী । বাঃ আমি এতক্ষণ খবর পাইনি ! কাজের ভিড়ে কিছু জানতেই পারিনি । ওপরে চল ভাই, তোমাকে সাজাবার ভার পড়েছে আমার উপর। চল শীগগির । { এই বলিয়া সে বিজয়াকে টানিয়া লইয়া ভিতরে চলিয়া গেল । সঙ্গে গেল পরেশ, পরেশের মা ও কালীপদ । নেপথ্যে শঙ্খ বাজিয়া উঠিল, ভট্টাচাৰ্য্য মহাশয় প্রবেশ করিলেন । ] ভট্টাচাৰ্য্য । লগ্ন সমুপস্থিত। আপনার অনুমতি করুন শুভকার্ঘ্যে ব্ৰতী হই । সকলে । ( সমস্বরে ) আমরা সৰ্ব্বান্তকরণে সম্মতি দিই ভট চাযিামশাই, শুভকৰ্ম্ম অবিলম্বে আরম্ভ করুন । যে আঞ্জে ; বলিয়া ভটগযিামশায় প্রস্থান করিলেন । গ্রামের চাষা-ভূষা নানা লোক নানা কাজে আসা-যাওয়া করিতেছে এবং ভিতর হইতে কলরব শুনা যাইতেছে । ] দয়াল। আমারও সংশয় এসেছিল । একটা বড় কথা আছে যে, বিজয়ী তাদের প্রতিশ্রুতি দিয়েছেন। নলিনী বললে, বড় কথা নয় মামাবাবু বিজয়ার অন্তৰ্য্যামী সায় দেয়নি। তৰু তার হৃদয়ের সত্যকে লঙ্ঘন করে তার মুখের বলাটাকেই বড় করে তুলবে? শুনে অবাক হয়ে চেয়ে রানুষ। ও বলতে লাগল, কেবল খ দিয়ে বার হয়েছে বলেই কোন জিনিস কখনো সত্য হয়ে ওঠে না। তবু তাকেই জোর করে סילסו