বিষয়বস্তুতে চলুন

পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

•- 던 স্বতী বিপ্ৰ সন্মুখে আইলা। রুপ দৃষ্টে ভাগ্যবন্ত ব্রাহ্মণের প্রতি। কহিতে লা গিল| অতি গোপ্য সরস্বতী ॥ সরস্বতী বলেন শুনহ বিপ্রবর। বেদগোপ্য কহি এই তোমার গোচর। কারু স্থানে যদি ভাঙ্গ এসকল কথা । তবে তুমি শীঘ্ৰ হৈব। অম্পায়ু সৰ্ব্বথা । ষাঁর ঠাঞি তোমার হইল পরাজয়। অনন্ত ব্রাহ্মাণ্ড নাথ সেই স্বনিশ্চয়। আমিযার পাদপদ্মে নিরন্তরদাসী। সন্মুখ হইতে আপনারে লজ্জাবাসি। তথাহি। বিলজমৗনয়া যস্ত স্থাতু মীক্ষা পথে মুয়া। বিমোহিতা বিকথন্তে মমাহ মিতি দুদ্ধিয়াঃ । অমিসে বলিয়া বিপ্র তোমার জিহবায়। তাঁহান সম্মুখে শক্তি নাহয় আমায় ॥ আমার কি দায় শেষ দেব ভগবান । সহস্র জিহবায় বেদ যে করে ব্যা খ্যান ॥ অজ ভব আদি যার উপাসনা করে। হেন শেষ মোহ মানে যাহার গোচরে ॥ পর ব্রহ্ম নিত্য শুদ্ধ অখণ্ড অব্যয়। পরিপূর্ণ হৈয়া বৈসে সভার হৃদয় । ভক্তি জ্ঞান বিদ্যা শুভ অশুভদি যত । দৃশ্বাদৃশ্ব তোমারে বা কহিবাঙ কত ॥ সকল প্ৰবৰ্ত্ত হয় যাঁর যাহা হৈতে। সেই প্রভু বিপ্ৰৰূপ দেখিলা সাক্ষাতে ॥ আব্রহ্ম। দি যত দেখ সুখ দুঃখ পায়। সকল জানিহ বিপ্র উহান আজ্ঞায় । মৎস্য কুৰ্ম্ম আদি যত শুন অবতার। এই প্রভু বিনা বিপ্ৰ কিছু নাহি আর । ওহি সে বরা হৰূপে ক্ষিতি স্থাপইতা। ওহি নরসিংহৰূপে প্ৰহলাদ রক্ষিতা। ওহি সে বামন ৰূপে বলির জীবন । যার পাদ পদ্ম হইতে গঙ্গার জনম ওহি সে হইল। অব তীর্ণ অযোধ্যায়। বধিল রাবণ দুষ্ট অশেষ লীলায়। উহানে সে বসুদেব নন্দ পুত্ৰ বলি। এবে বিপ্ৰ পুত্র বিদ্যারসে কুতুহলী ৷ বেদে কি জানিতে পারে উহার অবতার। জানাইলে জানেন অন্যথা শক্তি কার। যত কিছু মন্ত্ৰ তুমি জপিক্তে আমার। দিগ্বিজয়ী পদ ফল হইল তোমার ॥ মন্ত্রের যে ফল তাহা এবে সে পাইলা। অনন্ত ব্ৰহ্মাণ্ড নাথ সাক্ষাতে দেখিলা চল শীঘ্ৰ বিপ্ৰ তুমি উহান চরণে দেহ গেহ সমর্পণ করহ উহানে ॥ স্বপ্নে হেন না মানিহ এসব বচন । মন্ত্র বসে কহিলাম বেদ সংগোপন ॥ এত কহি সরস্বতী হৈলা অন্তৰ্দ্ধান জাগিলেন বিপ্রবর মহা ভাগ্যবান ॥ জাগিয়াই বিপ্রবর তবে সেইক্ষণে ॥ চলিলেন অতি উষঃকালে প্রভু স্থানে। প্রভুরে আসিয়া বিপ্ৰ দণ্ডবৎ হৈলা। প্রভুও বিপ্রেরে কোলে করিয়া তুলিলা। প্ৰভু বোলে কেনে ভাই একি ব্যবহার। বিপ্র বলে কৃপাদৃ ষ্টি যে হেন তোমার। প্ৰভু বোলে দিগ্বিজয়ী হইয়া আপনে। তবে তুমি আমারে এমত কর কেনে ॥ দিগ্বিজয়ী বলেন শুনহ বিপ্ররাজ ! তোমা ভজিলে সে সিদ্ধ হয় সৰ্ব্ব কাজ ৷ কলিযুগে বিপ্ৰৰূপে তুমি নারায়ণ । তোমারে চিনিতে শক্তি ধরে কৌন জন ॥ তখনি আমার চিত্তে জন্মিল সংশয় । তুমি জিজ্ঞাসিলে মোর বাক্য না ক্ষুরয় ॥ তুমিসে অগৰ্ব্ব সৰ্ব্বঈশ্বর বেদে কয়। তাহা সত্য দেখিল"অন্য থা কভু নয় । তিনবার আমারে করিলে পরাভব। তথাপি আমার তুমি রাখি