পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত । ৬৯ লে গৌরব । এই কি ঈশ্বর শক্তি বিনে অন্য হয়। অতএব ভুমি নারায়ণ স্থ নিশ্চয়। গৌড় তিরহুত দিল্লী কাশি আদি করি। গুজরাত লাহুর দেশ বিষ্ণুক ঞ্চি পুরী। হেলঙ্গ তৈলঙ্গ উড় দেশ আদি কত। পণ্ডিতের সমাজ জগতে অ, ছে যত । দুষিবে আমার বাক্য সে থাকুক দূরে ৷ বুঝিতেই কোন জন শক্তি নাহি ধরে। হেন আমি তোমা স্থানে সিদ্ধান্ত করিতে। নাপারিনু সব বুদ্ধি গে ল কোন ভিতে। এহো কৰ্ম্ম তোমার আশ্চর্য কিছু নহে। সরস্বতী পতি ভূমি সেই দেবী কহে ॥ বড় শুভলগ্নে আইলাম নবদ্বীপে । তোম। দেখিলাম তরিলাম ভব কুপে অবিদ্যা বাসনা বন্ধে মোহিত হইয়া। বেড়াঙ পাসরি তত্ব আপন বঞ্চি য়৷ দৈবভাগ্য পাইলাম তোমার দর্শনে এবে শুভদৃষ্টি মোরে করহ আপনে ॥ পর উপকার ধৰ্ম্ম স্বভাব তোমার । তোমা বিনে সংসারে দয়াল নাহি আর ॥ হেন উপদেশ মোরে কর মহাশয়। আর যেন দুৰ্ব্বাসনা মোর চিত্তে নয় ৷ এইমত কাকু বাদ অনেক করিয়া। স্তুতিকরে দিগ্বিজয়ী অতি নম্ৰ হৈয়। শুনিয়া বিপ্রের কাকু শ্ৰীগৌরসুন্দর। হাসিয়া তাহারে কিছু করিলা উত্তর । শুন বিপ্রবর তুমি মহাভা গ্যবান। সরস্বতী যাহার জিহবায় অধিষ্ঠান। দিগ্বিজয় করিব বিদ্যর কার্য্য নহে। ঈশ্বর ভজিবে মাত্র বেদে এই কহে ॥ মনদিয়া বুঝ দেহ ছাড়িয়া চলিলে। ধনবিদ্যা কি করিবে আপনি মরিলে ॥ এতেকে মহান্ত সব সৰ্ব্ব পরিহরি। করেন ঈশ্বর সেবা দৃঢ় চিত্ত করি। এতেকে ছাড়িয়া বিপ্র সকল জঞ্জাল। শ্ৰীকৃষ্ণ চরণ গিয়া ভজহ সকাল ॥ যাবত মরণ নাহি উপসন্ন হয়। তাবত সেবহ কৃষ্ণ করিয়া নিশ্চয় ॥ সেই সে বিদ্যার ফল জানিহ নিশ্চয়। কৃষ্ণ পাদপদ্মে যদি মনোবৃত্তি রয় ॥ মহা উপদেশ এই কহিল তোমারে। সবে বিষ্ণু ভক্তি সত্য সকল সংসারে। এত কহি মহাপ্রভু সন্তোষিত হৈয়া। আলিঙ্গন করিলেন বিপ্রেরে ধরিয়া। পাইয়া বৈকুণ্ঠ নায়কের আলিঙ্গন। বিপ্রের হইল সব বন্ধন বিমোচন ॥ প্রভু বলেন বিপ্রসব দম্ভ পরিহরি। ভজ গিয়া কৃষ্ণ সৰ্ব্বভুতে দয়াকরি ৷ যেকিছু তোমারে কহিলেন সরস্বতী। সে সকল কিছু না কহিবা কহিপ্রেতি ॥ বেদ গুহ কহিলে হয় পর মায়ু ক্ষয়। পরলোকে তার মন্দ জানিহ নিশ্চয় ॥ পাইয়া প্রভুর আজ্ঞা সেই বিপ্ৰ বর। প্রভুরে করিয়া দণ্ডপ্রণাম বিস্তর । পুনঃপুন পাদপদ্ম কবিয়া বন্দন। মহা ক্লত কৃত্য হই চলিলা ব্রাহ্মণ ॥ প্রভুর আজ্ঞায় ভক্তি বিরক্ত বিজ্ঞান। সেইক্ষণে বিপ্রদেহে হৈল অধিষ্ঠান। কোথাগেল ব্রাহ্মণের দিগ্বিজয়ী দম্ভ । তুৰ্ণহৈতে অ ধিক হইল বিপ্রনম্র ॥ হস্তি ঘোড়া দৌলা ধন যতেক সম্ভার। পত্রিসাত করিয়া সৰ্ব্ব স্ব আপনার ॥ চলিলেন দিগ্বিজয়ী হইয়া অসঙ্গ। হেন মত শ্ৰীগৌরাঙ্গ সুন্দরের রঙ্গ- তাহান কুপরি স্বভাব এইধৰ্ম্ম। রাজ্যপদ ছাড়িকরে ভিক্ষুকের কৰ্ম্ম ॥ ক লিযুগে তার সাক্ষী ঐদবিরখাস। রাজ্যপদ ছাড়িযার অরণ্যে বিলাস ॥ যে বিভব নি