পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণভাগবত.djvu/২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় কল্প ] অবতাবাধ্যায়। లీ কেশবাদি ব্রাহ্মভক্ত তোমারি কৃপায়। লভিল শক্তিব জ্ঞান-সাধন উপায । ৭২ নিত্য সিদ্ধ নরেন্দ্রাদি তব নিজ জন, তব যশোগুণ গানে যাপিল জীবন । ৭৩ সুবেশ মনোমোহন লভি ভক্তিবারি, র্ত্যজিল নশ্বর দেহ তব নাম করি। ৭৪ বিজয় ভক্তের শ্রেষ্ঠ অদ্বৈত গোসাই, "সেবিল তোমারে যথা সেবেছে নিতাই। ৭৫ ভক্তবীর রামচন্দ্র সেবি প্রাণপণে, প্রচারিল তব নাম ভক্ত সন্নিধানে। ৭৬ যত পাপী উদ্ধাবিল তোমার কৃপায়, গিৰীশ লভিল ভক্তি তোমার দযায। ৭৭ ৭২। কেশবচন্দ্র সেনের নববিধান প্রচার, ঠাকুৰেব সৰ্ব্বধৰ্ম্মসমন্বয় উপদেশের চরম यूल ! ৭৩ স্বামী বিবেকানন্দ । ৭৪। মনোমোহন মিত্র একজন ভঞ্জীর। ইষ্ঠীর নিবাস কোন্নগর, ইনি-বেঙ্গলসেক্রেটারী অফিসের একজন উচ্চপদস্থ কৰ্ম্মচারী ছিলেন । ৭৫। বিজয়চন্দ্র গোস্বামী নবন্ধিপন্থ চৈতষ্ঠভক্ত অদ্বৈতবংশীয়। প্রথমে সাধারণ ব্রাহ্মদলভূক্ত থাকিয় ঐশীরামকৃষ্ণদেবের কৃপায়, সাধনাম্বারা মহোচ্চপদ প্রাপ্ত হইয়া ছিলেন। ৭৬ । রামচন্দ্র দত্ত একজন কুতবিদ্য ব্যক্তি ছিলেন, ইনি কলিকাতা মৈডিকেল *Into Assistant to the Chemical Examiner “RR Science Associationএর একটা স্তস্ত স্বরূপ সহকারী ছিলেন। ইনি প্রধান ভক্তবীর । ঠাকুর ইহঁর কাৰঙারের অংশে জন্ম বলিযা কহিতেন। ইনিই সর্বপ্রথমে ভগবান রামকৃষ্ণকে অবতার বলিয়া সৰ্ব্ব সাধারণে প্রকাশ করেন। ইনি কঁকুড়গাষ্ঠীস্থ নিজোদ্যান, রামকৃষ্ণদেবের স্মরণার্থ দান করিয, সেই উদ্যানে ভগবানের অস্থি সংস্থাপন করিষা, তাহাতে মন্দির ও নাটমন্দির প্রতিষ্ঠা কবিয়া স্বীয় নাম চিরস্মরণীয় করিয়া গিয়াছেন। উদ্যানটী যোগোদ্যান নামে অভিহিত এবং তাঁহাতে প্রতি ভাদ্রমাসের জন্মাষ্টমী তিথিতে ৬ঙ্গীরামকৃষ্ণদেবের ঙিরোভাব-উৎসব মহাসমারোহে সম্পন্ন হইয়া থাকে। ৭• । ইনি বঙ্গ নটচুড়ামী এবং প্রথিত নাম বঙ্গীয় লেখক গিরীশচন্দ্র ঘোষ নামে