পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণভাগবত.djvu/৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ు শ্ৰীশ্রীরামকৃষ্ণভাগবত । গোষ্ঠ-লীলা সাঙ্গ করি চলিল গদাই, গোপাল করিযা সঙ্গে রাখাল চলিল রঙ্গে, খেলুডিয়া সখীগণ চলে তার সঙ্গে, ভাসিয়া চলিল সবে প্রেমের তরঙ্গে। ৪৯৩ বেলা হ’ল গদাধর কেননা ফিরিল ? চিন্তিত হ’য়ে জননী ডাকে ধনী কণমারিণী, “কোথায় গদাই মম কর আম্বেষণ ? এত বেলা হ’ল কিছু করেনি ভক্ষণ । ৪৯৪ শুকায়ে গিয়াছে তাব বদন কমল, স্বকুমার দেহ খানি যেন লাবণ্যের খনি, শুকাযে গিযাছে আহা । তপনের তাপে, না হেরে জীবন-ধনে প্রাণ মম কাপে” । ৪৯৫ থলী তার অন্বেষণে করিল গমন, প্রতিবাসী ঘরে ঘরে শিশু অন্বেষণ করে, খেলুডিয়া শিশু গণে নহেরিয়া ঘরে, ডাক দিয ডাকে পরে ব্যাকুল অন্তরে। ৪৯৬ হেথা ঘরে গদাধর হয উপনীত, স্মেরাননে মধু হাস অধরে অমৃত ভাস, প্রেম-উৎস প্রবাহিত সতত অন্তরে ; ম। মা । বলি ডাকে শিশু অতি সমাদরে। ৪৯৭ হেরি সস্তানের মুখ জুড়াল জীবন ! চুম্বিয় কমলাননে কহে অতি প্রীত মনে, “কেন যাদু মণি তব এত বেলা হ’ল, না খেয়ে শুকায়ে গেছে বদন কমল।" ৪৯৮