পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণভাগবত.djvu/৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম কল্প ] গোষ্ঠলীলাধ্যায়। ৬৭ আর এক দিন শিশু মিলিল গোঠেতে, রাখাল বালকগণ বে৪িযা তমাল বন, মন-সুখে করে খেলা ল'য়ে গদাধরে, কেহ বা চুম্বন কবে কোমল অধরে। ৪৯৯ শিখি পাখা-যুত চুডা বাধি শিরোপরে, থডা বাধি কটীতটে পীতাম্বর পরি সেটে, বন ফুল-মালা গলে কদম্ব তলায, বঁশিরী লষ্টয কবে শ্ৰীকৃষ্ণ দাডায । ৫০০ কেহ বা ধরিল তান মাতিযা উল্লাসে, কেহ সাজে গোপবালা কৰে লয়ে ফুলমাল, গদাই সাজিল সাজে রাধা বিনোদিনী, কুঞ্জবনে বসে ধনী বেষ্টিয গোপিনী। ৫০১ কৃষ্ণ আদর্শনে যথা কাতরা শ্ৰীমতী, কহে বৃন্দা সস্তাষিযা বিলাইযা বিনোদিয়া, “কহ সখি ! কোথা কৃষ্ণ কোথা প্রাণ-ধন । না হেরে তাহারে মম যায যে জীবন” । ৫০২ কদম্বের মূলে কৃষ্ণ বাজাইল বঁাশী, হরিল গোপিনী মন ङि भन उँझोप्लेन, বাধা কহে "সখি ৷ তাৰ বহিতে না পাবি, চল চল যথা কুঞ্চ বজায বঁাশরী” । ৫০৩ কৰে ল’য়ে ফুলমাল শ্ৰীমতী ধাইল, আলু থালু কেশ-পাশ শ্লথ পরিধান বাস, ঐঅঙ্গের অলঙ্কার পড়িছে খসিযl, চরণে নুপুর বাজে চরণে লাগিয়া। a •৪