পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী অবিরাম করতে থাকি ; আমায় শ্রবণেন্দ্রিয় ক’রে দেও, আমি দিবারাতি ঐ নাম শুনতে থাকি ; আমায় চক্ষু ক’রে দেও, আমি দিবানিশি ঐ নাম আকাশপটে চিত্রিত দেখি—” নিত্যানন্দ-প্রভু, তাহার কম্পিতদেহ বাহুমধ্যে ধারণ করিয়া গাঢ় আলিঙ্গন করিলেন । অতঃপর সে নাম করিতে করিতে কাদিতে কাদিতে নির্লজের দ্যায় নাচিতে নাচিতে চলিল। এইরূপে নিত্যানন্দ দ্বারে দ্বারে নাম বিতরণ করিয়া বেড়াইলেন। অপরাষ্ট্রে রাঘবের বাটীতে যখন ফিরিলেন, তখন রঘুনাথ র্তাহার চরণবন্দনা করিলেন। প্রভুপাদ পূৰ্ব্বে দুই তিনবার রঘুনাথকে দেখিয়াছিলেন এবং তাহার পরিচয়ও অবগত ছিলেন। এক্ষণে রঘুনাথকে পাইয়া সাদরে বক্ষে ধরিলেন ; এবং ভক্তদের নিকট পরিচয় করিয়া দিলেন । রঘুনাথ, বৈষ্ণব মাত্রেরই পদধূলি গ্রহণ করিলেন। ক্ষণপরে রঘুনাথ জিজ্ঞাসা করিলেন, “হরিদাসকে দেখছি না ; কোথায় গেলে তার দর্শন পাব ?” প্রভুপাদ । তিনি নীলাচলে আছেন। রঘুনাথ । শুনেছিলাম নীলাচলে যবনের প্রবেশাধিকার নাই । প্রভুপাদ । প্রভুর ইচ্ছায় সবই হয়। হরিদাসের অন্তরের ইচ্ছা জেনে প্রভু তাহাকে নীলাচলে যেতে বলেছিলেন। তা’ ছাড়া হরিদাস যবন নহেন—তিনি ব্রাহ্মণ সস্তান, যবনের অন্নে > Rbア