পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অধ্যায়—নিত্যানন্দের হরিনাম বিতরণ পালিত । যদি যবনও হ’তেন, তাহ’লেও তিনি অতি পবিত্ৰ— তার চরণরজে তীর্থ পবিত্র হয় । রঘুনাথ অন্তরে হরিদাসকে ধ্যান করিয়া ভক্তি বিনম্র-চিত্ত্বে প্রণাম করিলেন। অতঃপর প্রভুপাদ কহিলেন, “রঘুনাথ, আমরা ভিখারী সন্ন্যাসী, যে যা দেয় তাই খাই ; বহুকাল উদরপূৰ্ত্তি করিয়া আহার করিতে পাই নাই। তুমি ধনীর সন্তান—” ব্যস্ত হইয়। রঘুনাথ বলিলেন, “সে সৌভাগ্য কি আমার ঘটবে ? প্রভুপাদের আদেশমত আমি সাধ্যাকুযায়ী ব্যবস্থা করিতেছি।” তখনই চারিদিকে লোক ছুটিল ; দ্রুতগামী নৌকা লইয়। দুই জন ভূত্য সপ্তগ্রামে গেল ; মহল কলকাত্তা প্রভৃতি স্থানেও লোক প্রেরিত হইল। পরদিবস মধ্যাহ্ন অতীত হইবার পূৰ্ব্বেই বিশ হাজার লোকের আহাৰ্য্য সংগৃহীত হইয়া রাঘবের গৃহ সম্মুখস্থ বিস্তীর্ণ প্রাঙ্গণে সংরক্ষিত হইল। দধি, দুগ্ধ, ক্ষীর, আম্র, কদলী, মিষ্টান্ন, চিপিটক প্রভৃতি আহাৰ্য্য ভারে ভারে আসিয়া প্রাঙ্গণ পূর্ণ করিল। গঙ্গাতীরে রাঘবের বাট ; প্রাচীন বট ও অশখবৃক্ষে প্রাঙ্গণ সকল সময়ে ছায়াশীতল । অষিাঢ় মাস, নিদাঘের প্রকোপ মন্দীভূত। গঙ্গ-প্রবাহিত সমীরণে সকলেরই মন প্রফুল্ল। শত •ङ उङ निभर्जिङ श्इंग्र अनिग्राप्झ्न । अश्टा जश्व अनङ्ठ ভক্তও প্রসাদগ্রহণমানসে আগমন করিয়াছেন। ভগীরথী বাহিয়া যাহারা নৌকারোহণে যাইতেছিলেন, তাহারাও নৌক৷ )、